Thursday, April 30, 2020

Fiverr এ কাজ করতে গুরুত্বপূর্ণ কিছু টিপস



অনেকেই অনলাইনের জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবারে অ্যাকাউন্ট খোলেন কিন্তু কাজ পান না। তাঁরা জানতে চান, এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে কাজ পেতে পারেন। যাঁরা একেবারে নতুন, তাঁরা এ প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই দক্ষ হয়ে তারপর আসবেন। আপনি কী ধরনের কাজ করেন, তার ওপর নির্ভর করে আপনার গিগ সাজাতে পারেন। মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। সাধারণ সব ধরনের কাজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নজর দিতে পারেন, সেগুলো জেনে নিন:
             
             link-https://www.fiverr.com/

1. সম্ভব হলে গিগ ভিডিও বানান। যাঁদের গিগে ভিডিও আছে, তাঁদের কাজ পাওয়ার হার তুলনামূলক ভালো। তবে খেয়াল রাখবেন, ভিডিও যেন আপনি যে ধরনের কাজ করছেন, সেটার ভালো একটা ধারণা দেয় এবং ভালো মানের হয়।

2. গিগ টাইটেল ঠিক আছে কি না এবং ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে কি না, সেটা ভালোভাবে যাচাই করুন।
3.গিগের থাম্বনেইল ঠিক আছে কি না এবং সেটা যুগোপযোগী কি না, সেটা ভালোমতো যাচাই করুন।

4.যে সেবা দিচ্ছেন, সেটার প্রতিযোগিতা কেমন, সে অনুযায়ী আপনি আপনার সেবা সাজিয়েছেন কি না দেখুন। আপনার বিভাগে যাঁরা ভালো করছেন, তাঁদের থেকে আপনার গিগ সাজানোর পার্থক্য কী কী, সেটা বোঝার চেষ্টা করুন।

ফাইবার কি ? কিভাবে একটি ফাইবার একাউন্ট খুলবেন।

ফাইবার কি ? কিভাবে একটি ফাইবার একাউন্ট খুলবেন।



কেমন আছেন সবাই আশা itকরি ভাল আছেন।আমি অমিত। আমার ইচ্ছা ছিল একজন এস ইও এস্কপার্ট হবার ,না এখন ও হতে পারি নাই তবে প্রশিক্ষণরত অবস্থায় আছি। সবকিছু Independent-IT এর কিছু বড় ভাইদের জন্য সম্ভব হয়েছে ,তারা স্কলারশিপ প্রোগ্রাম চালু না করলে কখনও হয়তোবা আমার ইচ্ছা টা পূরণ হত না। আচ্ছা অনেক বক বক করলাম এবার আসি কাজের কথায়। আজকে আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইবার নিয়ে আলোচনা করব।
আমি ফাইভার সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব কয়েকটি চেইন টিউন এ। তাহলে চলুন শুরু করি আজকের টিউন।
ফাইভার কি ?
ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন আর একজিন বায়ার সেটি আপনার কাছ থেকে কিনবে। যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু আপনি এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করে থাকবেন।
ধরুন আপনি AMAZON AFFILITE NICHE সাইট এর জন্য Keyword Research করতে পারেন, ধরুন আপনি লিখলেন আমি 5 ডলারের বিনিময়ে Keyword Research করে দিতে পারি।এরপর যদি কোন বায়ার তার NICHE সাইট এর জন্য Keyword Research চায় তাহলে সে 5 ডলারের বিনিময়ে আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারে।
ফাইবার জিনিসটা কি তা তো বুঝলাম কিন্ত ফাইবার এ কাজ করতে হলে তো আমাদের আগে একটা ফাইবার একাউন্ট লাগবে ,আসুন এবার দেখে নেওয়া যাক কি ভাবে একটা প্রোফেশনাল ফাইবার একাউন্ট করা যায়।
ফাইবার একাউন্ট করাটা আমি আপনাদের বুঝার সুবিধার জন্য কয়েকটি ধাপ ধাপে দেখাব।
১.প্রথমে আমরা আপনার ব্রাউজার থেকে FIVER প্রবেশ করব।
FIVER এ প্রবেশ করার পর নিচের মত একটা পেজ আসবে। পেজের উপরের দিকে দেখেন join লিখা আছে। আমরা এ ক্লিক করব.
২.ক্লিক করার পর নিচের মোট একটা পপ-আপ পেজ আসবে। ওই খানে আপনি আপনার যে মেইলটা দিয়ে ফাইবার একাউন্ট করতে চাইতেছেন সেটা বস্ক এ বসিয়ে দিন এবং Continue বাটনে ক্লিক  অথবা আপনি আপনার ফেজবুক ,টুইটার ,গুগল প্লাস দিয়া ও ফাইবার একাউন্ট করতে পারবেন এই অপশন গুলা ও আপনি পপ আপ বস্ক এর নাইস পাবেন
৩.Continue বাটনে ক্লিক করার পর নিচের মত আর একটা পপ আপ পেজ আসবে ওখানে আপনি আপনার user name  এবং passwoed বসিয়ে join বাটনে ক্লিক করুন।
৪.এরপর আপনার ইমেইল এ একটা কনফার্ম মেসেজ যাবে ম্যাসেজটা ওপেন Active Your Account করে ক্লিক করুন
৫.আপনার ফাইবার একাউন্টটা একটিভ হয়ে গেল ,এর পর আপনার প্রোফাইল এডিট করতে হবে কারন আপনার প্রোফাইল যদি ভাল না থাকে তা হলে বায়ারের থেকে কাজ পাবার আশা ছেড়ে দিতে পারেন ,কারন আপনি যত ভাল কাজ পারেন না কেন বায়ার কিন্তু আগে আপনার কাজ দেখবে না দেখবে আপনার প্রোফাইল এই জন্য আগে আপনার প্রোফাইলটা প্রফেশনাল মানের করতে হবে.প্রোফাইল এডিট করার জন্য প্রথমে আপনার user name এর উপর ক্লিক করুন তারপর satting এ ক্লিক করার পর publice profile satting এ যান।
৬.তারপর নিচের মত একটা পেজ আসবে ওই খানে আপনি আপনার একটা ফরমাল প্রোফাইল পিকচার দিন ,যদি ছবিটা হাসি হাসি মুখের হয় তাহলে সব থেকে ভাল হয় বাকি অপশন গুলা আমি যে ভাবে রাখছি ওই ভাবে রেখে save change  ক্লিক করুন।
৭.এর পর আবার আপনার user name এর উপর ক্লিক করুন তারপর satting এ ক্লিক করার পর my profile এ যান। এর পর নিচের মত একটা পেজ আসবে ওখান থাকে edit discription ক্লিক করে আপনি আপনার মত করে লিখুন। বাকি নিচের অপশন গুলা যদি থাকে তাহলে add  করুন। এর পর সেভ করুন।
  • হয়ে গেল আপনার একটা ফাইবার একাউন্ট এখন এটাকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার প্রোফাইল যত প্রফেশনাল হবে তত বায়ারের দৃষ্টি আকর্ষন করবে। আজকের মত এখানে শেষ করছি।ভাল থাকেব সবাই আর কেন কিছু ভুল হলে জানাবেনা।পরের টিউটোরিয়ালে দেখাব কি ভাবে ফাইবার এ গিগ করতে হয়,সেই পযর্ন্ত সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।

Internet থেকে টাকা আয় করা

Internet থেকে টাকা আয়
 করার জন্য, অনেক উপায় বা মাধ্যম আমাদের হাথে রয়েছে। আমি নিজেই, আমার মাসিক ইনকামের অনেক বেশি পরিমান, ইন্টারনেটের থেকেই পাচ্ছি। তবে, Online income করার রাস্তা আপনার জন্যও অবশই খোলা রয়েছে। কেবল প্রয়োজন, আপনার মধ্যে কিছু সাধারণ কৌশল ও দক্ষতা (skills) থাকার। (How To Earn Money 
Internet থেকে online earning করার জন্য, আজ বেশিরভাগ ছাত্ররা (students) বিভিন্ন উপায় খুজেঁন। তাছাড়া, কিছু সংখক লোকেরা বা মহিলারা ঘরে বসেই অনলাইন ইনকাম করার উপায় জানার জন্য অনেক উৎসুক।
কিন্তু মনে রাখবেন, অনলাইন ইনকামের যেভাবে অনেক লাভজনক উপায় রয়েছে, ঠিক সেভাবেই, অনেক মিথ্যা (false) বা জালি (fake) মাধ্যমও রয়েছে। এই ধরণের মাধ্যমে, আপনার কেবল সময় নষ্ট হবে।
এবং, টাকা দেয়ার নামে আপনাকে কিছুই দেয়া হয়না।
তাই, আজ ইন্টারনেটে টাকা কমানোর উপায় গুলির মধ্যে সব গুলোই কিন্তু আসল (real) বা জেনুইন (genuine) নয়।
তবে, ইন্টারনেটে টাকা উপার্জনের যেসব নিশ্চিত বা জেনুইন উপায় রয়েছে, সেগুলি যদি আপনারা সঠিক ভাবে ব্যবহার করে লাভ নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনি কিছু দিনেই এতো টাকা আয় করতে পারবেন যে অন্য কোনো কাজ করার প্রয়োজন হবেনা।
এই আর্টিকেলে আমি আপনাদের, ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করার এমন ৭ টি উপায়ের ব্যাপারে বলবো, যেগুলি সঠিক ভাবে ব্যবহার করলে আপনারা কিছু দিনের মধ্যেই ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।
Online taka income এর এই মাধ্যম গুলি জেকেও ব্যবহার করে কাজ করতে পারবেন।
যেমন, স্কুল বা কলেজে পড়া ছাত্ররা (students), retired মানুষেরা বা housewives এবং আপনি বা আমি জেকেও part-time বা full-time online income এর উদ্দেশ্যে এই নিশ্চিত উপায় গুলি ব্যবহার করতে পারি।
আজ অনেকেই রয়েছেন যারা, online earning কোরে যেকোনো চাকরির থেকে দুগুণ টাকা আয় করছেন। এবং, যত বেশি দিন যাচ্ছে, ততটাই, “internet থেকে টাকা আয়” করার বিভিন্ন নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। (Online taka income করার উপায়)
নিচে, আমি ৫ টি উপায় বলবো যেগুলির মাধ্যমে আজ বিভিন্ন দেশের লোকেরা ঘরে বসেই ভালো পরিমানে টাকা ইনকাম করছেন। কিছু ক্ষেত্রে, লোকেরা মাসে লক্ষ লক্ষ টাকাও আয় করছেন।